শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
vumihin
vumihin

বরিশালে হতদরিদ্র ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী

মোশাররফ মুন্না‍॥
বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কৃষাণী সভা এর আয়োজনে ভুমিহীনদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত  হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বরিশাল নগরীর টাউন হল সংলগ্ন সদর রোডে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
তাদের দাবী, ক্ষুদ্র হতদরিদ্র ভূমিহীনদের মধ্যে রসুলপুর চর সহ সকল চরের খাস জমি ও ঘর চিরস্থায়ী বরাদ্দ দিতে হবে এবং দুর্নীতিবাজ আওয়ামীলীগের দালাল এস. এম. বদরুল আলম গংদের গ্রেফতার করতে হবে।
এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হতদরিদ্র ভূমিহীন কৃষকরা তাদের দাবি নিয়ে বক্তব্য রাখেন।
তারা বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা সরকার এই দেশকে ভ‍ালোবাসেননি, যদি ভালোইবাসতেন তাহলে আমাদের সাথে কুকুর শিয়ালের মতো আচরণ করতেন না।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *