রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

মাহফিলে দুনিয়াদারির উদ্দেশ্য হাসিল হয় না: রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চরমোনাইর মাহফিলে গেলে দুনিয়াদারির কোনো উদ্দেশ্য হাসিল হবে না। এ জন্য কোনো ফিকির-তদবিরও দেওয়া হয় না। বরং যারা দুনিয়ার মোহ ও মায়ায় পড়ে ভ্রান্ত পথে চলছেন, সেই সব পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বুধবার (২৭ নভেম্ব) চরমোনাইতে তিন দিনব্যাপী অগ্রহায়ণ মাসের বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন। জোহর নামাজের পর অনুষ্ঠান শুরু হয়।

রেজাউল করীম জানান, তাঁর পূর্বপুরুষরা ওই মহৎ উদ্দেশ্য নিয়েই শত বছর আগে চরমোনাইতে মাহফিল শুরু করেছিলেন। তিনি বলেন, যারা দুনিয়ায় সফল হওয়ার বাসনা নিয়ে মাহফিলে এসেছেন, তারা যদি নিয়ত পরিবর্তন করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আত্মশুদ্ধি আসবেই। এ জন্য দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে ধারণ করে তিন দিন মাহফিলে অবস্থান করতে হবে। জিকিরের মাধ্যমে দিলকে তাজা করে চরমোনাই থেকে বাড়িতে ফিরে যাবেন।

মাহফিল শুরুর আগে আজ দুপুরে কোরআন শিক্ষা বোর্ডের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন দুপুরে মাহফিল প্রাঙ্গণে ওলামা-মাশায়েখ আইম্মা মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে চরমোনাই পীর প্রধান অতিথির বক্তব্য দেবেন।

 

আরো পড়ুন

DIVICE

আগুন লাগলেই সর্তক করবে কলেজ ছাত্রের ‘অগ্নি’ ডিভাইস

আগৈলঝাড়া প্রতিনিধি‍॥ অফিস আদালত, শিল্প-কারখানা কিংবা বাসা-বাড়িতে আগুন লাগলে মানুষের মত করে আশপাশের লোকজনকে আগুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *