বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Muladi
Muladi

মুলাদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ মিছিল

ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি॥

বরিশালের মুলাদী উপজেলায় শুক্রবার (২৯ নভেম্বর) ইমাম সমিতির উদ্যোগে বাদ জুমা হিন্দুদের সংগঠন ইসকন নিষিদ্ধ ও চট্রগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়।

মুলাদী উপজেলা জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মুলাদী পৌরসভার স্বর্ণালী মার্কেট (সাবেক সিনেমা হল) চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ মিছিলে যারা নেতৃত্বে দিয়েছেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ আব্দুন নুর, উপজেলা মসজিদের ইমাম মাওঃ মুফতি হাফিজ আহম্মদ, মুলাদী মারকাজ মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম জাফরি, মল্লিক বাড়ী জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মুলাদী থানা মসজিদের ইমাম মাওঃ হাফেজ মোঃ শহিদুল ইসলাম, খান বাড়ি মসজিদের ইমাম, মাওঃ ইয়াসিন বিন এসহাক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসকনের হামলায় চট্রগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তাদের এই হত্যাকা- মনে করিয়ে দেয় ইসকন একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে নিষিদ্ধ করার দাবী তোলেন এবং সাইফুল ইসলামের হত্যাকারীদের ফাঁসি দাবি করেন বক্তারা।

পৌর সদরের বিভিন্ন মসজিদ থেকে শতশত মুসল্লিগণ এ বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করে জনসমুদ্রে পরিণত করেছে।

আরো পড়ুন

চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি ‍॥ চরফ্যাশনে কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *