বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নলছিটিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

এনামুল হক সিকদার।।

নলছিটিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল-দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি`।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লাভলী ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আবদুস ছালাম, অফিসার ইনচার্জ, নলছিটি থানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নলছিটি, ঝালকাঠি।

বক্তারা বলেন, দেশীয় জাতের সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে প্রাণিসম্পদ খাতে ব্যাপক অগ্রগতি সম্ভব। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রাণিসম্পদ উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ উন্নয়ন প্রদর্শনী পরিদর্শন করেন।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *