এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥
বরিশাল জেলার (হিজলা-মেহেন্দিগঞ্জে) আসনের সাবেক এমপি প্রয়াত অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ মোহাম্মদ আবুল হোসাইনসহ বিএনপির নেতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের লেঙ্গুটিয়া আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান এর সঞ্চালনায় উক্ত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুর রহমান জাহাঙ্গীর।
মেহেন্দিগঞ্জ উপজেলা দক্ষিণাঞ্চল বিএনপি পরিবার বর্তমান ও সাবেক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত সভায় জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মাছুদ পন্ডিত এর সভাপতিত্বে প্রধান অতিথি নুরুর রহমান জাহাঙ্গীর বলেন, আমাদের আন্দোলন সংগ্রাম ও দল সংগঠিত করার সহযোদ্ধা বিএনপির ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে যারা দেশ ও জনগণের জন্য নিজেদের উৎসর্গ করেছেন সেই সকল প্রয়াত নেতাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাবেক ভিপি জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওবায়দুল হক ভূইয়া, আলীমাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কামাল জমদ্দার, প্রয়াত সাংসদ আব্দুল জব্বার তালুকদার এর ছেলে লিয়ন তালুকদার, প্রয়াত নান্নু তালুকদার এর ছেলে রুবেল তালুকদার, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক আমির মাষ্টারসহ আরো অনেকে।
স্মৃতিচারণ করা হয়েছে, সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রয়াত সাংসদ শাহ মোহাম্মদ আবুল হোসাইন, সাবেক সাংসদ প্রয়াত শিক্ষক আব্দুল জব্বার তালুকদার, খন্দকার মুযাহারুল ইসলাম ফারুক, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেম সিকদার, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত ফজলুল হক তালুকদার নয়া মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আফসার হোসেন আলম, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান আব্দুল মতিন খান, আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল খালেক মৃধা, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক বেপারি, তোফায়েল আহমেদ চুন্নৃ, তোফায়েল হোসেন নান্নু তালুকদার, নিরব তালুকদার, আমির চান বয়াতি, তাওহীদ আহমেদ সিদ্দিকী, এ্যাডভোকেক আবুল হোসেন সিকদার, আব্দুস সালাম হাওলাদার, জাহাঙ্গীর হোসেন কুট্টি মাতাব্বর, শহীদ গাজী ও কানিজ ফাতেমাকে। বিএনপির প্রয়াত সকল নেতৃবৃন্দের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
মেহেন্দিগঞ্জের বিএনপিতে যারা নানা অবদান রেখেছেন তাদের স্মরণ সভার মাধ্যমে স্মৃতিচারণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াত নেতাদের পরিবারবর্গ।