নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশেন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে বরিশালসহ চারটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্য কেন্দ্রগুলো হলো- গৌরনদী, রহমতপুর ও বাবুগঞ্জ। চার কেন্দ্র সহস্রাধীক শিক্ষার্থী অংশ নিয়েছে বলে জানা গেছে।
বরিশাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর পরীক্ষা নিয়ন্ত্রক মো. জিয়াউল হাসান জানান, প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে করে শিক্ষার্থীরা একাডেমিক পরীক্ষার পাশাপাশি মেধার বিকাশ ঘটানোর বাড়তি সুযোগ পায়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।