বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Muladi

মুলাদীতে ১৬ বছর পর জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ

ভূঁইয়া কামাল মুলাদী, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে ৩০ নভেম্বর শনিবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌর সভার উদ্যোগে ১৬ বছর পর সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার আমীর মাওলানা ডাঃ মোঃ মোর্শেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মালেকের দারসূল কুরআনের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন মুলাদী পৌরসভার আমীর মাওলানা ডাঃ মোঃ মোর্শেদ আলম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারী মাওলানা মোঃ মাহ্মুদুন্নবী। বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা আমীর মাওলানা মোঃ আবু ছালেহ। ইসলামী সংগীত পরিবেশন করেন বরিশাল জেলা সুচনা সাংস্কৃতিক সংসদ এর পরিচালক মাওঃ মোঃ সাইফুল ইসলাম সাইফী ও তার দল।

প্রধান অতিথি অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর সহযোগী সদস্যদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তার ইবাদতকে বোঝার জন্য বেশি বেশি অর্থসহ কোরআন অধ্যায়ন, হাদিস ও ইসলামী সাহিত্য পড়তে হবে। আল্লাহর দ্বীন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সমাজে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

আরো পড়ুন

চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি ‍॥ চরফ্যাশনে কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *