শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
BCS
BCS

আবেদন শুরু ৪৭তম বিসিএসের

বাংলাদেশ বাণী ডেস্ক॥

৪৭তম বিসিএসের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে, যা চলবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এই বিসিএসে কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এবার মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা ধার্য করা হয়েছে।

পিএসসির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩,৪৮৭টি এবং নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে, এবং এতে কিছু নতুন পদও যুক্ত হয়েছে। এ বিসিএসে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২৪ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

এবারের বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ ডিসেম্বর থেকে এবং চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *