বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া প্রতিনিধি॥
আদালতের রায়ের ৬ মাসেও গ্রেফতার হয়নি সাজা প্রাপ্ত আসামী জাফর হাওলাদার। চেক প্রতারনা মামলায় ৬ মাসের কারাদন্ড ও ২৩ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছেন ঢাকার যুগ্ন দায়রা জজ ৩য় আদালত। এতে আসামী জাফর হাওলাদার পলাতক রয়েছে।
তিনি কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামের মো. মৌজে আলী হাওলাদারের ছেলে। মামলার বাদী মো.মামুন খান কলাপাড়া পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা।
মামলা সুত্রে জানা যায়, দীর্ঘ দিন পূর্বে বাদী মো.মামুন খান এর কাছ থেকে আসামী জাফর হাওলাদার ব্যবসা করার জন্য ২২ লাক্ষ ৬০ হাজার টাকা ধার নেয়। সময় মত টাকা পরিশোধ না করায় ১৪.১১.২০২১ ইং তারিখ মো.মামুন খান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।
সি.আর মামলা নং-১০১২/২০২১। আদালত ১৮/০৪/২০২৪ তারিখে ২৩ লক্ষ টাকা অর্থদন্ড ও ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে মো.জাফর হাওলাদারের বিরুদ্ধে রায় প্রদান করেন। বাদী মামুন খান বলেন, ছয় মাসের সাজা প্রাপ্ত আসামী জাফর হাওলাদার প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কলাপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করছে না।
আসামীকে দ্রুত গ্রেফতার করে আদালতের রায় কার্যকরের জোর দাবী জানান। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।