বাংলাদেশ বাণী ডেস্ক॥
গাজায় জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর স্কুল ভবনে আশ্রয় নিচ্ছে চার লাখের বেশি ফিলিস্তিনি। শনিবার (৩০ নভেম্বর) সংস্থাটি এক এক্সবার্তায় এই তথ্য জানিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুল ভবনে গাজার আরো চার লাখ ১৫ হাজারের মতো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিতে চাচ্ছে। গাজায় ক্রমবর্ধমান মানবিক সঙ্কট অনেককে পর্যাপ্ত খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করেছে। এদিকে, শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে সম্পদ এবং অবকাঠামো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
সংস্থাটির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, আয়েশা নামের এক বাস্তুচ্যুত যুবতী নারী বলছেন, গাজা এখন এমন একটি স্থানে পরিণত হয়েছে, যেটি আর বসবাসের উপযোগী নেই।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।