বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

”রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব পেলে কেউ মানুষের ওপর জুলুম করতে পারবেনা”

জাহাঙ্গীর আলম, ঝালকাঠি প্রতিনিধি‍॥
আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে অফিস আদালত কোর্ট-কাচারী কোথাও গিয়ে আপনি লাঞ্চিত হবেন না। কোন মানুষ হয়রানির শিকার হবেন না। কৃষক তার ফসলের ন্যায্য মুল্য পাবেন। শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য পাবেন। বিচারক তার আসনে বসে মানুষের ওপর জুলুম করবে না। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব পেলে তারা এসব কাজ বাস্তবায়ন করবেন।
সোমবার সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন নেতাদের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান এ কথা বলেন।
জেলা জামায়ত আমীর এ্যাড. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে  বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল্লামা মাওলানা দেলোয়ার হোসাইন সাইদীর ছেলে মাসুদ সাঈদী। সম্মেলন শেষে জামায়াতের আমীর ঝালকাঠি নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার মাঠে এক সুধি সমাবেশে অংশ নেন।

আরো পড়ুন

চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি ‍॥ চরফ্যাশনে কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *