শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
oplus_0

উজিরপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পথসভা

উজিরপুর প্রতিনিধ॥  
রোববার (১ ডিসেম্বর) রাত ৮ টায়  উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক ইচলাদী এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত ১৫ বছর স্বৈরাচারী সরকার জাতিকে দাপিয়ে বেড়িয়েছে। খুন করেছে, গুম করেছে। জনগণের সম্পদ লুঠ করে বিদেশে পাচার করেছে।
 তিনি আরো বলেন, কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দি করেছে। ঘরে বাইরে মানুষের শান্তি, নিরাপত্তা কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন তাদের জুলুমের হাত থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে।
উজিরপুর  উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মো.খোকন সরদারের সঞ্চালনায় এই পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার,জেলা নায়েবে আমীর, মাস্টার আ:মান্নান,জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ  কাওসার হোসাইন,উজিরপুর পৌরসভার আমীর মো.আল-আমিন সরদার,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি গোলাম কিবরিয়া টিপু,  উপজেলা কর্মপরিষদ শূরা সদস্য ও ইউনিয়নের আমীরসহ  সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *