শনিবার, মে ৩, ২০২৫
Muladi
Muladi

মুলাদীতে বিজয় দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ভূঁইয়া কামাল, মুলাদী‍ প্রতিনিধি॥

বরিশালের মুলাদী উপজেলায় ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম
উদ্দিনের সভাপতিত্বে মহান বিজয় দিবস-২০২৪ উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক কাউন্সিলর এনামুল হক ইনু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ডাঃ মাওঃ মোঃ মোরশেদ আলম, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন ঢালী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাণ সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, মুলাদী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির, মুলাদী সরকারী কলেজে ক্রীড়া শিক্ষক মোঃ ইকবাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবসকে সুন্দরভাবে উৎযাপন করা যায় সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনকে আহবায়ক করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আরো পড়ুন

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মরণে

আযাদ আলাউদ্দীন ।। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুর পর ‘শেরে বাংলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *