আগৈলঝাড়া প্রতিনিধি॥
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা সদরের বিএনপির কার্যালয় থেকে আনন্দমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন শিকদার, আবুল হোসেন লান্টু, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, জেলা উত্তর যুবদল নেতা হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদল আহবায়ক শোভন রহমান মনির, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শিপন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান জুয়েলসহ প্রমুখ। পরে বিভিন্ন শ্রেনীর লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।