সম্পর্কিত খবর
বাংলাদেশ বাণী ডেস্ক॥
বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে স্প্রিড বোটের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কীর্তনখোলা নদী ও লাহারহাট খালের সংযোগস্থল জনতার হাট খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জালিস মাহমুদ (৫০) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। আহত অবস্থায় চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল হলেন মানসুর আহমেদ (৩০)। তিনি ভোলার দৌলতখান থানার কনস্টেবল। বরগুনা সদরের বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় অন্য আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী জনতার হাটের চায়ের দোকানি মো. রাহাত বলেন, তিনটার দিকে নদীর মধ্যে শব্দ শুনে তাকিয়ে একটি বাল্কহেডকে যেতে দেখি। কিছু সময় পর দেখি, কয়েকজন লাইফ জ্যাকেট পড়া ব্যক্তি সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করছেন। স্থানীয়রা ট্রলার নিয়ে ছয়জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। এছাড়া লাহারহাট থেকে বরিশালের উদ্দেশে যাওয়া একটি স্প্রিড বোট আরো দুই যাত্রীকে উদ্ধার করে বরিশাল নিয়ে গেছে।
স্প্রিডবোট মালিক সমিতির একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোলার ভেদুরিয়া ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে স্প্রিড বোটটি বরিশাল নগরীর ডিসি ঘাটের উদ্দেশে রওনা দেয়। যানটি লাহারহাট খাল থেকে কীর্তনখোলা নদীতে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।