শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

মেহেন্দিগঞ্জে জামায়াতের ইউনিয়ন কর্মী ও সহযোগী শিক্ষা শিবির সম্পন্ন

মোশাররফ মুন্না॥

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া পূর্ব ইউনিয়ন শাখার কর্মী ও সহযোগী শিক্ষা শিবির ০৬ ডিসেম্বর দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলার কর্মপরিষদ সদস্য, চরএককরিয়া পূর্ব ইউনিয়নের সভাপতি, মাদারতলী ইসলামিয়া আলিম মাদরাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মনিরুজ্জামান আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বরিশাল অঞ্চল টিম সদস্য, বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জাব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান, বরিশাল জেলা মজলিশে শুরা সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলার আমীর মাওলানা শহীদুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তরের তুরাগ থানার নায়েবে আমীর কামরুল হাসান,  মেহেন্দিগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ, মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি, মাওলানা ইব্রাহীম খলীল, মেহেন্দিগঞ্জ উপজেলা মজলিশে শুরা সদস্য চানপুর ইউনিয়নের আমীর মো: রিয়াজ উদ্দিন।

প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল জাব্বার বলেন, এ দুনিয়ার মানুষের মুক্তি আল্লাহর আইন ব্যতিত সম্ভব নয়। ইসলাম কায়েম হলে শুধু মুসলিমরাই নয় অমুসলিমরাও শান্তিতে বসবাস করতে পারবে।

নেতৃবৃন্দ মুক্ত পরিবেশে দ্বীনের প্রচার করার সুযোগ করে দেয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। আগামী দিনের চ্যালেঞ্জের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

আরো পড়ুন

খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না- রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *