শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
0-0x0-0-0-{}-0-0#

পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন

পিরোজপুর প্রতিনিধি।।

‎পিরোজপুরে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে একটি বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে পিরোজপুরের বেকুটিয়া সেতুর পশ্চিম প্রান্তে নানা বয়সী শতশত নারী-পুরুষের সমাবেশ ঘটে, যা যেন মিলন মেলায় পরিণত হয়।

‎জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৭ টায় বেকুটিয়া সেতু টোল প্লাজা থেকে শুরু হয়ে প্রায় ৪ কিমি দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতা সার্কিট হাউস প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রায় ৩০০ জন রেজিস্ট্রেশন করা প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন, যেখানে গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একত্রিত হন। প্রতিযোগিতার নেতৃত্ব দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান।

‎এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভুঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই শহীদদের স্মরণে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা।

‎জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান বলেছেন, “জুলাই শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন।

‎ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক। প্রতিযোগিতায় মো: সায়েম প্রথম, মাইনুল ইসলাম দ্বিতীয় এবং আল-আমিন তৃতীয় স্থান অধিকার করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *