বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালিয়ে যায়নি: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক‍॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আমরা আজ মুক্ত স্বাধীন, তাই সবাই ভালো আছি। এই বরিশালেও দুঃশাসন-নিপীড়ন অত্যাচারে কেউ ঘরে থাকতে পারেনি। বিএনপি নেতাদের বিরুদ্ধে হামলা-মামলা হয়েছে; কেউ গুম হয়েছে, কাউকে আবার হত্যা করা হয়েছে। একটা ভয়ানক দুঃশাসন ছিল, সেই দুঃশাসন থেকে মুক্ত হয়ে আজ আমরা বরিশালের মুক্ত বাতাসে বিএনপির পরিবার একত্রিত হয়েছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে আপনাদের ত্যাগ ও পরিশ্রমের জন্য আজ স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।

রোববার (০৮ ডিসেম্বর) সকালে বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, আমরা মুক্ত স্বাধীন ঠিকই তবে স্বৈরাচারের দোসররা কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। তারা দেশের মধ্যে অবস্থান করে বিভিন্নভাবে সমাজকে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে। সবাই সাবধান থাকবেন কোনো অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে। আজ চাঁদাবাজি হচ্ছে কিন্তু এগুলো বিএনপি করছে না। কারণ বিএনপি দীর্ঘ ১৭ বছর নির্যাতিত- নিপীড়িত হয়েছে, জেল খেটেছে। আদালতের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছে, বাড়িতে থাকতে পারেনি; আর সেই বিএনপি কখনও চাঁদাবাজি করতে পারে না এবং যারা করছে তাদের ধরিয়ে দিতে হবে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশ সংস্কারের কথা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা নিয়ে প্রতিটি মানুষের কাছে যাবেন। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি চায়ের দোকানে বিএনপির ৩১ দফা নিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন এবং খুব সহজ ভাষায় আপনারা বিষয়টি তুলে ধরবেন। কারণ অনেকেই বইয়ের কটকটানি ভাষা বুঝবে না, লিফলেট ধরিয়ে দিলে কাজ হবে না, তাই আপনাকে তাদের বোঝাতে হবে।

দুই গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিয়ে শক্তির প্রদর্শন করলে চলবে না উল্লেখ করে সেলিমা রহমান বলেন, এটা হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে দলে রাখবে না। আপনাদের জনগণের লোক হতে হবে, সবাই একটা পরিবার হয়ে যান, সবাই একসাথে কাজ করুন। তা না হলে ষড়যন্ত্রকারীরা আমাদের মাঝে ঢুকে পড়বে। আর মনে রাখবেন আমাদের আন্দোলন শেষ হয়নি, এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে।

বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মজিবর রহমান সরোয়ার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য নেওয়াজ হালিমা আরলী, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিব, বিএনপির মিডিয়া সেলের সদস্য প্রফেসর মোর্শেদ হাসান খান প্রমুখ।

আরো পড়ুন

হিজলায় মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

কাজল দে, হিজলা প্রতিনিধি ‍॥ বরিশালের হিজলা উপজেলায় আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদল মানববন্ধন কর্মসূচী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *