সোমবার, মে ৫, ২০২৫

লালমোহন ইউনিয়নের IBWF এর কমিটি গঠন সম্পন্ন

লালমোহন প্রতিনিধি ‍॥
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (IBWF) লালমোহন ইউনিয়নের  কমিটি গঠন সম্পন্ন।
সভাপতি : মাষ্টার মোঃ এছহাক, সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সকাল ৭.৩০টায় IBWF লালমোহন উপজেলার লালমোহন সদর ইউনিয়নের উদ্যোগে স্থানীয়  ফুলবাগিচা বাজার সংলগ্ন ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে  এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী  লালমোহন ইউনিয়নের আমীর জনাব মাওলানা আজিম উদ্দিন খান ।
লালমোহন উপজেলা  IBWF  অর্থ সম্পাদক  জনাব মাওলানা নাজমুল আযম পবিত্র কুরআন থেকে দারুস প্রদান করেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ হাসান,অর্থ সম্পাদক মাওলানা নাজমুল আযম।এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা সভাপতি আবু সাঈদ,সাধারণ  সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাষ্টার মোঃ এছহাক ।
আলোচকবৃন্দ পরামর্শ  করে আগামী দুই বছরের জন্য ফুল বাগিচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এছহাককে সভাপতি ও মাওলানা মাকসুদুর রহমনকে সাধারন  সম্পাদক  করে ২২ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সভাপতি জনাব এম এ হাসান  ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবসায়ীদের সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করে প্রথমে নিজেকে তারপর  সমাজকে পরিবর্তন করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে আজিম উদ্দিন খান বলেন, সৎ ব্যবসায়ীদের একটি শক্তিশালী সংগঠন কায়েম করাই হলো ব্যবসায়ী ফোরামের মুল লক্ষ্য। সেই উদ্যোগ আজ শুরু হলো।

আরো পড়ুন

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মরণে

আযাদ আলাউদ্দীন ।। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুর পর ‘শেরে বাংলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *