নিজস্ব প্রতিবেদক॥
গতকাল সোমবার সকালে বরিশাল সার্কিট হাউসে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জেলার শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজওয়ান আহমেদ, ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। তিনি বলেন ৯ ডিসেম্বর নারী জাগরণের একটি বিশেষ দিন। বেগম রোকেয়া আমার জীবনে ভারতীয় উপমহাদেশের নারীদের জন্য কাজ করে গেছেন। প্রমাণ করেছেন নারীদের শিক্ষার কোন বিকল্প নেই।
বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নের তৎপর রয়েছে। নারীরা পাশাপাশি তাদের যোগ্যতাকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। নারীরা পুরুষের সাথে সময়কালে এগিয়ে গেলে বলে মন্তব্য করেন তিনি।সমাজকে এগিয়ে নিতে হলে নারী পুরুষ সমান তালে কাজ করতে হবে। নারী পুরুষ একসাথে সমাজ ও সংসার গরবো।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আমরা চাইনা সমাজে কোন বৈষম্য থাকুক। আমরা নিউজ চাই আমরা এক সমাজে থাকবো থাকবে না বৈষম্য থাকবে না। বেগম রোকেয়া অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে নারী শিক্ষায় প্রতিষ্ঠিত করে গেছেন। নারীদের ক্ষমতায়নের জন্য পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা অর্জন করতে হবে।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নুসরাত জাহান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যে অর্জনকারি নারী মোছাম্মৎ শাহনাজ পারভীন, সফল জননী নারী রাজিয়া বেগম, সমাজ উন্নয়নে উম্মে সুমাইয়া ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উন্নয়ন অবদান রেখেছেন রিপা খানম। এই পাঁচজনকে সম্মাননা কে প্রদান করা হয।।
রেলি শেষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নারী নির্যাতন আগেও হয়েছে তখন শিক্ষার অভাব ছিল তখন নারীদের কথা বলার ক্ষমতা ছিল না।এখন কথা বলার সময় এসেছে আমরা নারী নির্যাতন বন্ধ করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন বাল্যবিবাহের কারণে আমাদের সমাজে বেশি নারী নির্যাতন হয়েছে।