বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
deadbody
deadbody

ভোলায় স্বামীর সঙ্গে অভিমান গলায় ফাঁস নিলেন স্ত্রী

বাংলাদেশ বাণী ডেস্ক॥

ভোলার চরফ্যাশনে স্বামীর সঙ্গে অভিমান করে শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান হাফছা (২৩) নামের এক গৃহবধূ।

রোববার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডের আলী শাহ বাড়িতে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাফছা ওই বাড়ির মো. মামুন মিয়ার স্ত্রী এবং এক সন্তানের জননী। মামুন পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। তিনি ঢাকায় পূবালী ব্যাংকে চাকরি করেন। তার শ্বশুর পেশায় একজন ব্যবসায়ী। চরফ্যাশন বাজারে তার গার্মেন্টসের দোকান রয়েছে। হাফছার মৃত্যুতে তার পরিবারের কোনো অভিযোগ নেই।

মৃত হাফছার খালাতো ভাই তাইজুল ইসলাম তানজিদ এবং চরফ্যাশন থানার পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা মামুনের সঙ্গে হাফছার বিয়ে হয়েছে ৫ বছর আগে। তাদের ৩ বছর বয়সী একটা ছেলে রয়েছে। বিয়ের কয়েক বছর তাদের সাংসারিক জীবন সুখের হলেও পরবর্তীতে সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে হাফছা বাড়িতে একা ছিল। তার শাশুড়ি ননদের বাড়ি ভোলায় ছিলেন। হাফছা ফাঁস নেওয়ার আগে তার স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথার একপর্যায়ে স্বামীর সঙ্গে তার তর্কবিতর্কের সৃষ্টি হয়। এরপর মুঠোফোনের লাইন কেটে দিয়ে শিশু বাচ্চাকে ঘুম পাড়িয়ে তার পাশেই সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে হাফছা আত্মহত্যা করেন।

রাত সাড়ে ১১টার দিকে শ্বশুর সালাউদ্দিন বাজার থেকে বাড়িতে ফিরে দেখেন ঘরের সমস্ত দরজা-জানালা বন্ধ। এরপর তিনি একাধিকবার ডাকার পরেও হাফছার কোনো সাড়াশব্দ পাননি। বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন হাফছা গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি৷ সেই প্রতিবেদন অনুযায়ী ধারণা করা যাচ্ছে, এটি আত্মহত্যা। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন মর্মে আমরা জানতে পেরেছি। তবে, তার মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হাফছার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

gournadi

তারুন্যের উৎসব উপলক্ষে টরকী গালর্স স্কুলে লোকজ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি‍॥ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *