বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বেগম রোকেয়া দিবস উপলক্ষে আমতলীতে চার জয়িতাকে সংবর্ধনা  

আমতলী প্রতিনিধি॥

আমতলী উপজেলার চার নারীকে জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে । সোমবার দুপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ দেয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন্নাহার বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, মেডিকেল অফিসার মোঃ সবুজ মিয়া, ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন ও প্রভাষক বানী রানী শীল প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম জয়িতা মোসাঃ মুজিবুননেছা, নাজমুন নাহার, আকলিমা বেগম ও শিউলী বেগমকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এর আগে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোকেয়া দিবস উপলক্ষে বর্নাঢ্য রেলী অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেক্স ঢাকা থেকে পরিবারসহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *