বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Muladi
Muladi

বেগম রোকেয়া দিবসে মুলাদীতে জয়িতাদের সংবর্ধনা

ভূঁইয়া কামাল, মুলাদী প্রতিনিধি:

বরিশালের মুলাদী উপজেলায় গতকাল ৯ ডিসেম্বর সোমবার বেলা ১০টায় উপজেলা হল রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

জয়িতাদের সংবর্ধনার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, মুলাদী থানা তদন্ত কর্মকর্তা এস আই মোঃ মমিন উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিন আফরোজ, মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল ও মুলাদী রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মল্লিক।

বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে মুলাদী উপজেলা পর্যায়ে সফল জননী নারী হলেন, মুলাদী পৌরসভার ৫নং ওয়ার্ডের আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী সাফিয়া খাতুন। সাফিনা খাতুন পারিবারিক ও দারিদ্যতার জটিলতার কারণে তিনি নিজে তেমন শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারেননি। তবে তার ৮টি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। সাফিয়া খাতুনের সন্তানদের মধ্যে ১ম সন্তান জাকির হোসেন জাতীয় দলের ভলিবল ট্রিমের খেলোয়াড় হিসেবে নিযুক্ত ছিলেন, ২য় সন্তান আলমগীর কবির বর্তমানে নৌবাহিনীর একাউন্টিং অফিসার পদে নিযুক্ত আছেন, ৩য় সন্তান মোঃ সাইফুল ইসলাম মুলাদী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ৪র্থ সন্তান রেশমা আক্তার প্রধান শিক্ষক, ৫৯নং দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ম সন্তান ডাঃ সাইয়েদুর রহমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা, মুলাদী উপজেলা, ৬ষ্ঠ সন্তান সাবিনা ইয়াছমিন বাণী প্রধান শিক্ষক ৫৪নং মুলাদী বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৭ম সন্তান মোঃ আবিদুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ার
হিসেবে নিযুক্ত আছেন।

আরো জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মুলাদী সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসানের মেয়ে শ্রাবনী আক্তার নিপা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুলাদীর বিশিষ্ট ব্যাবসায়ী কামরুল আহসান জুয়েলের স্ত্রী তামান্না আফরোজ বেবী, সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখায় মুলাদী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু বকর মুন্সীর স্ত্রী তানজিলা আক্তার ও (৫) নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন দক্ষিণ তেরচর গ্রামের মৃত জাকির হাওলাদারে স্ত্রী হোসনেয়ারা বেগম।

আরো পড়ুন

হিজলায় মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

কাজল দে, হিজলা প্রতিনিধি ‍॥ বরিশালের হিজলা উপজেলায় আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদল মানববন্ধন কর্মসূচী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *