শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক॥
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ১৩ ডিসেম্বর বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর প্রধান উপদেষ্টা ও  মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। দ্বি-বার্ষিক সম্মেলনে সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি মাষ্টার মজিানুর রহমান ও সেক্রেটারী জাফর ‍ইকবাল নির্বািচিত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু আপনাদের ব্যাপারে আল্লাহ ও তার রাসুলের ঘোষণা ছিল সেটা আর কারও ব্যাপারে বলেনি। ইসলামে মালিক শ্রমিকের ব্যাপরে কোন পার্থাক্য নেই, আইন বিচার ও সুজোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে মালিক শ্রমিকের মধ্যে কোন পার্থক্য নেই কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে মালিক শ্রমিকের অধিকার সম্পুর্ন ভিন্ন গত বছর সেটা চরম আকার ধারন করছিলো । শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ (স.) আজও যদি শ্রমিক অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাইলে তার আদর্শের দিকেই ফিরে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জহির উদ্দিন মু.বাবর বলেন, এদেশের ছাত্র ও যুবসমাজের জীবনের বিনিময়ে আমারা আজকে টাউন হলে সমাবেশ করছি, আমরা নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করছি। এই দেশে শ্রমিকদের উপরে ভর করে সকলে ক্ষমতায় গিয়ে শ্রমিকদের শোষণ করছে, ইসলাম ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই আগামী ২০২৫ সালের মধ্যে বরিশালের সকল শ্রমিক অঙ্গনে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগরীর উপদেষ্টা মাওলানা মতিউর রহমান,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ, অঞ্চল সহকারী পরিচালক শ্রমিক নেতা মশিউর রহমান, বরিশাল জেলা সেক্রেটারি সাইফুর রহমান, কোতয়ালী থানা উপদেষ্টা তারিকুল ইসলাম, আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা মোস্তাফিজুর রহমান ফেডারেশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, মোয়াজ্জেম হোসেন হাওলাদার  সালেহ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

আরো পড়ুন

Arest

মেহেন্দিগঞ্জের ‘কিলার সন্ত্রাসী লিটন’ গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥ পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ, ১৪টি মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *