শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

পথসভায় জুমার আলোচক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল 

যোবায়ের হোসাইন, বন্দর প্রতিনিধি‍॥
শুক্রবার (১৩ ডিসেম্বর)  ভোলার উদ্দেশ্যে যাওয়ার পথে  বন্দর থানার, চাদঁপুরা ইউনিয়ানের রায়পুরা জয়নবিয়া জামে মাজিদে জুমার আলোচনা রাখেন জামায়তের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জানারেল এ্যাড. মোয়াযযম হোসাইন হেলাল।
তিনি উক্ত আলোচনায় বলেন, দেশে শান্তি আসতে হলে হযরত আবু বকর হযরত ওমর এর মতো শাসক প্রয়োজন। তাদের মতো রাষ্ট্র পরিচালনা করলে দেশে  কুরআনের শাসন  কায়েম হবে আমরা তাদের দেখানো পথেই চলার চেষ্ঠা করে যাচ্ছি।
তিনি মুসল্লীদের ইকামতের দাওয়াত দিয়ে বলেন, এ দেশ ইসালামী রাষ্ট্র ক্ষমতায় দেখতে হলে আপনাদের ভূমিকা অপরিহার্য ।
উক্ত পথসভার সাথী ছিলেন জামায়‍াতে ইসলামী বরিশাল মহানগরীর সেক্রেটারী মো. মতিউর রহমান, সদর উপজেলার নায়বে আমির মাওলানা মো. ইসমাইল হোসেন নেছারী ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন স্থানীয় মুসল্লীগন।

আরো পড়ুন

Tanvir-Arafat-SP-DC

বরিশালে সাংবাদিক পেটানো সেই ডিসি গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার (ডিসি) ‘তিন অপশন’ খ্যাত পুলিশ সুপার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *