শুক্রবার, মে ১৬, ২০২৫
jamat
jamat

জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

বাংলাদেশ বাণী ডেস্ক॥

দেশের সব ফৌজদারি অপরাধের বিচার যেন সুষ্ঠু হয়, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়—সে বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশে সফররত জাতিসংঘের প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।

জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চারজন নেতা বৈঠকে অংশ নেন। তাঁরা হলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান ও মতিউর রহমান আকন্দ।

বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং করেন আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, ‘সাক্ষাতে জাতিসংঘের প্রতিনিধিদল তাঁদের কাছে জানতে চেয়েছে, জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায়। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি, অপরাধী যারা আছে, তাদের বিচার হতে হবে। তবে সেটা যেন সুষ্ঠু হয় এবং কোনো ধরনের অবিচার না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়, সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রয়োজনীয় সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি ও যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।’

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘আজ আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছি। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে চলমান বিচারপ্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, ডেমোক্রেসি এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করার জন্য তাঁরা বাংলাদেশে এসেছেন।’

আরো পড়ুন

বাংলা সাহিত্যে রবি ও রবীন্দ্রনাথ

অনির্বাণ চক্রবর্তী ।। “আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলির তলে সকল অহংকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *