জাহাঙ্গীর আলম, ঝালকাঠি প্রতিনিধি ॥
সসাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এর আওতায় ঝালকাঠির রাজাপুরে আদর্শ মৎসজীবী গ্রাম সংগনের সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বাতুরতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসডিএফের সহযোগীতায় এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ^াসের সভাপতিতে মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র।
মতবিনিময় সভার প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন সংগঠনের সুফলভোগী নারী ও পুরুষ সদস্যদের সাথে প্রজেক্ট সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সরকার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে উপকরণ বিতরণ করে মৎস্যজীবীদের স্বাবলম্বী করার চেস্টা করছে। মৎস্যজীবীরা এর সুফলও পাচ্ছে। মতবিনিময় সভা শেষে অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেন বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মৎস্যজীবীদের মধ্যে বিতরণ করা গবাদিপশু পরিদর্শন করেন।