নিজস্ব প্রতিবেদক॥
বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশালের আয়োজনে শহীদ মিনারে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
১৪ ডিসেম্বর বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
শেকড় সাহিত্য সংসদ’র সভাপতি কবি নয়ন আহমেদ এর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাহবুবুল হক, আলোচক ছিলেন এ্যাড. নাজিম উদ্দীন পান্না, কবি ও প্রাবন্ধিক জামান মনির, কলামিস্ট ও গবেষক মাহমুদ ইউসুফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শাহিদুল ইসলাম শাহেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসাস এর মহানগর আহ্বায়ক এস এম সাব্বির নওয়াজ সাগর,
অনুষ্ঠানে মুখ্য আলোচক মো. মাহবুবুল হক বলেন, বিতর্কিত বুদ্ধিজীবীদের কথা শুনলে স্বাধীনতা আসতো না, আজও তাদের কথা শুনলে দেশ এগুবে না।
কলামিস্ট ও গবেষক মাহমুদ ইউসুফ বলেন, গত তেপ্পান্ন বছরে বুদ্ধিজীবী হত্যাকান্ডের কোনো সঠিক বিচার হয়নি, নতুন করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে।
বুদ্ধিজীবী দিবসের এই আয়োজনে পরিবেশনায় ছিলেন শেকড় সাহিত্য সংসদ বরিশাল, জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখা ও বর্ণ অ্যাকাডেমি বরিশাল।
বিশিষ্ট গবেষক ও শিক্ষক, কবি পথিক মোস্তফা’র সঞ্চালনায় শেকড় সাহিত্য সংসদ’র সদস্য কবি মোশাররফ মুন্নার কুরআন তিলাওয়াত এর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।