বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ‍॥
দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সন্ত্রাস-চাঁদাবাজবন্ধের দাবীতে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার চানপুর ইউনিয়নের একতা বাজার মসজিদ মাঠ প্রাঙ্গনে আলহাজ্ব সালাউদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে এই গণ সমাবেশের আয়োজন করেছেন সংগঠনটির চানপুর ইউনিয়ন শাখা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুফতী এছহাক মোহাম্মদ আবুল খায়ের, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী আনন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ বেপারী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতী ইমরান হোসেন আনসারী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে সভাস্থলে এসে উপস্থিত হয়। এতে সমাবেশস্থল সহ আশপাশ লোকে লোকারন্য হয়ে যায়।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার করতে হবে। মেহেন্দিগঞ্জকে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত গড়তে হবে। এছাড়া সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

আরো পড়ুন

gournadi

তারুন্যের উৎসব উপলক্ষে টরকী গালর্স স্কুলে লোকজ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি‍॥ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *