মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫

বরিশালে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

যোবায়ের হোসাইন, বন্দর প্রতিনিধি ‍॥
বরিশালে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভা শনিবার ১৪ ডিসেম্বর বেলস্ পার্কে  অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন  মো. সাজ্জাদুর রহমান শাকিল মৃধা ও মুক্তি আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় তারা বলেন জাতীয় নাগরিক কমিটির প্রাথমিক ৮ টি কাজ:
(১)ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা।
২। ছাত্র-জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ করা।
৩। রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি করা।
৪। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচীর মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা।
৫। দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা।
(৬)জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা।
৭। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষপে গ্রহণ করা
৮। গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণআলোচনার আয়োজন করা।
তারা এই ৮ টি কাজ বাস্তবায়ানের প্রচেষ্টা করে যাচ্ছে এবং সকল কর্মীদের কে কাজ ভাগ করে দিবে বলেও জানিয়েছেন।
উক্ত সভায় সংগঠনের সকল পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বরিশালে এসএসসির প্রথম দিনে বহিষ্কার দুই, অনুপস্থিত ১০৩৩

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল শিক্ষা বোর্ডে অধীনে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *