বুধবার, মে ৭, ২০২৫

বরিশাল সদর উপজেলায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

যোবায়ের হোসাইন, বন্দর থানা ‍॥
১৫ ডিসেম্বর রবিবার বরিশাল সদর উপজেলা কর্তৃক কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের মহানগর পরিচলাক মো. নূরনবী, বন্দর অঞ্চল পরিচালক মো. আবির হোসেন নোমান, কাউনিয়া অঞ্চল পরিচালক মোঃ ইনসান।
উক্ত অনুষ্ঠানের পরিচালক  মোঃ নূরনবী তার মত ব্যাক্ত করে বলেন বরিশালে এতো বড় পরিসরে আয়োজন এই প্রথম, বরিশাল মহানগর ও জেলায় মোট ২৭০০ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেন।  সদর উপজেলার সাহেবেরহাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার  কেন্দ্রে সদর উপজেলার প্রায় সকল প্রাইমারি ও হাইস্কুল থেকে মোট ২৫০ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেন আয়োজনে  আড়াই মাস সময় নিয়ে কাজ করা হয়েছে এবং ৪৫ জন জনবল এর পিছনে সময় ব্যায় করছেন। এটার মূল লক্ষ বিগত সময়ের অকার্যকর যে শিক্ষাব্যাবস্থা ছিলো সেখান থাকে তাদের বের করে তাদের মেধা সম্প্রসারণ করে তাদেরকে পঠ্যবইয়ের দিকে ধাবিতো করা। ও তাদের মেধা যাচাই করা।পরীক্ষা পরিদর্শনে ছিলেন মোঃ মাওলানা ইসমাইল হোসেন নেছারী, মোঃ আলী আশ্রাব, মোঃ রিয়াজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের কাছ থেকে অনুভূতি জানতে চাওয়া হলে চরমোনাই ইউনিয় মাধ্যমিক বিদ্যালয় সপ্তম শ্রেনীর ছাত্র মোঃ নাহিদ হোসেন বলেন কিশোরনন্ঠের  পরিক্ষা অংশগ্রহন করে অনেক ভালো লাগছে এরকম পরীক্ষা প্রতিবছর হয় সেই প্রতাশ্যা। পতাং উচ্চমাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেনীর ছাত্রী মোসাঃ মরিয়ম অনুভূতি প্রকাশ করে বলেন এইটা প্রতিবছর হওয়া উচিত এই পরীক্ষার মাধ্যম সাহস বৃদ্ধি এবং স্কুল পড়াশোনার মনোযোগ  এবং আমাদের সাধারণ জ্ঞানের পরিধিও বৃদ্ধি পেয়েছে।
চাঁদপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর মেধাবী শিক্ষর্থী মোসাঃ তাসমিয়া রাইমি বলেন এই বৃত্তি পরীক্ষার দেয়ার কারনে আমার আরো বিভিন্ন  প্রতিযোগীতামূলক অনুষ্ঠানে অংশগ্রহন করার মানসিকতা তৈরি হয়েছে।
অংশগ্রহন করা শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে অভিমত জানতে চাওয়া হলে ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী নাজিফার মা নাহিদা বেগম বলেন আজকের এ অনুষ্ঠানে আমার মেয়ে অংশগ্রহণ করতে পারায় আমি খুশি। করন গতো শিক্ষাব্যাবস্থার অবহেলার কারনে শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছে এখন আবার এই কর্যক্রমগুলার মাধ্যমে পাঠদানে মনোযোগী হচ্ছে।

আরো পড়ুন

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মরণে

আযাদ আলাউদ্দীন ।। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুর পর ‘শেরে বাংলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *