মোঃ মাসুম বিল্লাহ, বানারীপাড়া প্রতিনিধি ॥
বানারীপাড়া স্বরূপকাঠি সড়কের মাছরং ব্রিজের ঢালে গতকাল ১৬ ডিসেম্বর (সোমবার) আনুমানিক বিকাল ৩ টায় বরিশাল থেকে আসা একটি মালবাহী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট – ২০৬২৫২) এর সাথে ইজি বাইকের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।
বানারীপাড়া সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য ও বন্দর বাজারের মাছ ব্যবসায়ী সুধীর রায়ের পুত্র সুশান্ত রায় (২৮) গুরুতর আহত হন। চিকিৎসারত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ফেরত দিলে ঢাকায় নেয়ার পথে এম্বুলেন্সে তার মৃত্যু হয়।
তথ্য সূত্রে জানা যায়, ইউপি সদস্য সুধীর রায়ের ছেলে সুশান্ত রায় ও তার বন্ধু লতিফ খানের ছেলে রাকিব খান ফুল কেনার উদ্দেশ্যে স্বরূপকাঠি যায় ফুল কিনে ফেরত আসার পথে মাছরং এলাকার ব্রিজের ঢালে ইজি বাইকের সাথে কাভার্ড ভ্যানের সম্মুখ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজনকে গুরুত্বহত অবস্থায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক সুশান্তের অবস্থা গুরুতর দেখলে দ্রুত তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন।
ঘটনাস্থল থেকে ঘাতক ড্রাইভার রোগীর অবস্থার অবনতি দেখলে পালিয়ে যান। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে বানারীপাড়া ফায়ার সার্ভিসে রাখা হয়। সুশান্ত রায়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।