শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিন জামায়াতের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারকে টিন বিতরণ

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

বোরহানউদ্দিন উপজেলা সাচড়া ইউনিয়নের প্রতিবন্ধী আবুল কাশেমকে ৩ বান টিন অনুদান ও পরবর্তীতে পাশে থাকা আশ্বাস প্রদান করেছে উপজেলা জামায়াত ।

সোমবার (১সেপ্টেম্বর) সাচরা ইউনিয়ন ৫নং ওয়ার্ডে খুন্না বাড়ির এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার ৩০আগস্ট বিকেলে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে উৎপত্তি হওয়া অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী আবুল কাশেমের সম্পূর্ণ ঘরটি ভস্মীভূত হয়।

এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বসত ঘর রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোক-সমবেদনা জ্ঞাপন করেন ইউনিয়ন আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান।

পরদিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা স্বরূপ ৩বান টিন প্রদান করেন, এবং পরবর্তী সময়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি এলাকাবাসী কে তার এই বিপদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *