সম্পর্কিত খবর
বাংলাদেশ বাণী ডেস্ক॥
বরগুনায় মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তন ও জামায়াত-বিএনপিকে উৎখাত করতে অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের শপথ পাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পড়ে ভিডিওটি ছড়ালে তা ভাইরাল হয়ে যায়। বিভিন্ন স্থানে বিজয় দিবস ঘিরে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড লাগিয়ে বেলুন ওড়াতে দেখা যায় ভিডিওটিতে।
সোমবার রাতে প্রায় ২ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের অল্পসংখ্যক নেতাকর্মী একত্রিত হয়েছেন। তাদের হাতে বেলুন ও ব্যানার দেখা গেছে। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো’। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল।
ছড়িয়ে পড়া ভিডিওতে নেতাকর্মীদের শপথ পাঠে বলা হয়, গৌরবময় মহান বিজয় দিবস ২০২৪। চারিদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদি কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রিক ব্যবস্থাকে ছারখার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে ত্যাগে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে, জঙ্গি জামায়াত বিএনপির অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েরি মামলার সমুচিত জবাব দেব। গরীব দুঃখী মেহনতি মানুষকে সাথে নিয়ে মৃত গৌরভকে ফিরিয়ে আনবো। জাগ্রত বিবেকবান দেশ প্রেমিকদের ঐক্য গড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকান্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করবো। জয় বাংলা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম জানান, বরগুনার বিভিন্ন জায়গায় বসে গোপনীয়ভাবে এটা করেছে। তিন চারজন মিলে বেলুন উড়িয়েছে এরকম ভিডিও দেখেছি। তবে কোথায় বসে করেছে তা জানতে পারিনি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।