বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সাংস্কৃতিক জোটের আয়োজনে তিন দিনব্যাপী বুদ্ধিজীবী হত্যা ও বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তৃতীয় দিন মহান বিজয় দিবসে পরিবেশনা ছিল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও এর সহযোগী সংগঠনের।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর। ১৬ই ডিসেম্বর তৃতীয় দিনের আলোচনা সভা এবং জাসাস ও এর সহযোগী সংগঠনের নানান পরিবেশনায় দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়ায়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশী সাংস্কৃতিক জোটের সমন্বয়ক ও জাসাস বরিশাল জেলা দক্ষিণ এর আহ্বায়ক সাব্বির নেওয়াজ সাগর।
মুখ্য আলোচক ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন।
আলোচক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান ফারুক, বিশিষ্ট আইনজীবী ও অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, শেকড় সাহিত্য সংসদ’র সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাহাদাত।
অনুষ্ঠানের সংস্কৃতি পরিবেশনে ছিলেন জাসাস বরিশাল জেলা দক্ষিন, জাসাস বরিশাল মহানগর, জিয়া শিশু-কিশোর মেলা, কমল কুঁড়ি, রং পেন্সিল, মিরর ব্যান্ড, সুরের ছোঁয়া, চারুশৈলী, স্বদেশ সংস্কৃতি, বরিশাল মাইম থিয়েটার, কচিকাঁচার মেলা, মুক্তচিন্তা সজ্জা, বর্ণালী সুরের মেলা, শাপলা-শালুক, কীর্তনখোলা সুর স্রোত, চন্দ্রমেলা কালচারাল গ্রুপ, সুর সাধনা ও নৃতাঙ্গন, বরিশাল।
উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বুদ্ধিজীবী হত্যা ও মহান বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ সাংস্কৃতিক জোট বরিশাল সহযোগিতায় রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল ১৪ ডিসেম্বর অনুষ্ঠানে মুখ ও আয়োজক ছিল শেকড় সাহিত্য সংসদ বরিশাল, কবিতা পরিষদ বরিশাল শাখা ও বর্ণ একাডেমি বরিশাল, ১৫ ডিসেম্বর অনুষ্ঠানের মুখ্য আয়োজক ছিল বরিশাল সংস্কৃতিকেন্দ্র ও এর সহযোগী সংগঠন সমূহ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস অনুষ্ঠানের পরিবেশনায় ছিলেন জাসাস বরিশাল জেলা ও মহানগর এবং তার সহযোগী সংগঠনসমূহ।