বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
barisal
barisal

বরিশালে মাদকবিরোধী অভিযানে গিয়ে শেকলে বাঁধা তরুণ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেস্ক॥

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে ঘোড়া চুরির অভিযোগে শেকল দিয়ে বেঁধে রাখা এক তরুণকে উদ্ধার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঘটনার তিন দিন পর মঙ্গলবার রাতে নগরের রসুলপুর চর থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার মো. তাসীন (১৯) নগরের কলাপট্টি এলাকায় বসবাস করেন। তার বাবা-মা কেউ বেঁচে নেই।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগীর হোসেন বলেন, রসুল চরে মাদক উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় চরের বাসিন্দা মাসুদ সরদারের ঘরে তালাবন্দি অবস্থায় পায়ে শেকলে বেঁধে রাখা তাসীনকে পাওয়া যায়। তাসীনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তিনি বলেন, মাসুদ সরদারের একটি ঘোড়া ছিল। কয়েকদিন আগে ওই ঘোড়া চুরি হয়ে যায়। ঘোড়া চুরির অভিযোগে তিন দিন আগে তাসীনকে ধরে এনে তালাবন্দি করে ঘরে আটকে রাখা হয়। তাসীনকে উদ্ধার করা হলেও বাড়ির মালিক মাসুদ সরদারকে পাওয়া যায়নি।

এ ঘটনায় তাসীনের মামা জনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *