যোবায়ের হোসাইন, বন্দর থানা প্রতিনিধি ॥
চরপত্তনিয়া গ্রামে প্রায় দুই বছর আগে একটি কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় পানির শ্রতে ভেঙে যায় রাস্তা। এতে গ্রামের জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত করতে হচ্ছে কয়েক কিলোমিটার ঘুরে। এতে জনগরে অতিরিক্ত টাকার সঙ্গে সময় অপচয় হচ্ছে।
জানা যায়, সদর উপজেলর চাঁদপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মালেক মাস্টার বাড়ি থেকে বিশারদ কুন্দিয়ালপাড়া (বি.কে) মাধ্যমিক বিদ্যালয় সড়কটির মধ্যখানে রহিম মিয়ার বাড়ির সংলগ্নে একযুগ আগে নির্মিত কালভার্টটি দুই বছর আগে বন্ধ হয়ে যায়। যায় ফলে এ রাস্তাটি পানির শ্রতে ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা ও স্কুলের শিক্ষার্থীরা প্রায় ৫ কিলোমিটার আরেকটি রাস্তা হয়ে যাতায়াত করতে হচ্ছে। একটি কালভার্ট ভাঙা ও নবনির্মিত ১কিলোমিটার রাস্তা ব্যবহারের অনুপযোগী হওয়ায় দুইটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত করতে হচ্ছে কয়েক কিলোমিটার ঘুরে। স্থানীয় বাসিন্দা রহিম মিয়া অভিযোগ করে বলেন, এলাকাটি কৃষি ও মৎস্য পণ্য উৎপাদনমুখী।
দীর্ঘদিন ধরে রাস্তাটি ও কালভার্টের উন্নয়নমূলক কাজ বন্ধ থাকায় রাস্তায় বড়-বড় গর্ত হয়ে যায় এবং কালভার্টের অনুপযোগী হওয়ার কারণে সময়মতো কৃষি ও মৎস্য পণ্য বাজারজাত করতে পারি না। স্কুল ছাত্র মোঃ রনি বলেন কালভার্ট অনুপযোগী হওয়ায় রাস্তা ভেঙে যায় যার কারনে আমাদের নিয়মিত স্কুলে যাওয়া বাধা সৃষ্টি করে এবং পড়াশোনার ক্ষতি হয়।
স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয়জনপ্রতিনিধি মোঃ আলিম মোল্লা বলছেন উপজেলায় কথা বলে দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।