আহমেদ বায়েজীদ ।।
‘শুক্রবার বেলা ১২টায় রওয়ানা করেছি মনপুরা থেকে। সন্ধ্যায় ভোলা সদরে পৌছেছি। সেখানে এক বন্ধুর বাসায় রাত্রি যাপন করে শনিবার ফজরের নামাজের পর আবার বরিশালের উদ্দেশে রওয়ানা করেছি। স্পিডবোট ও বাস যোগে বরিশাল শহরে পৌছাই সকাল সোয়া নয়টায়। শুধুমাত্র বরিশাল বাণীর প্রতিনিধি সম্মেলনের জন্যই এত কষ্ট স্বীকার করেও এসেছি।‘
কথাগুলো বলছিলেন দৈনিক বাংলাদেশ বাণীর মনপুর উপজেলা (ভোলা) প্রতিনিধি মহিব্বুল্যাহ ইলিয়াছ। গতকাল দিনব্যাপী বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বাণীর প্রতিনিধি সম্মেলন। সম্মেলন নিয়ে দৈনিকটির তৃণমূল প্রতিনিধিরা কতটা উদগ্রীব ছিলেন তার উদাহরণ ইলিয়াছের কথায় ফুটে উঠেছে। বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা থেকে বিপুল উ’সাহ উদ্দীপনা নিয়ে তৃণমূল সাংবাদিকরা হাজির হয়েছেন সম্মেলনে। তাদের প্রত্যেকের মাঝে ছিলো প্রাণচাঞ্চল্য, যাতে মুখর হয়ে ওঠে সম্মেলন স্থল। দুর্গম ও দূরবর্তী এলাকাগুলো থেকে দীর্ঘ যাত্রাপথের ক্লান্তিও তাদের উ’সাহে এতটুকু ভাটা ফেলতে পারেনি।
অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসের মতো সম্মেলন উপলক্ষে বাংলাদেশ বাণী কর্তৃপক্ষের আয়োজনেও ছিলো আন্তরিকতার ছোঁয়া। সকাল নয়টার আগ থেকেই সম্মেলন স্থলে একে এক উপস্থিত হতে থাকেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা প্রতিনিধিরা। তাদেরকে স্বাগত জানান সম্মেলন আয়োজক কমিটির সদস্যরা। নিবন্ধন শেষে সবার হাতে তুলে দেয়া হয় উপহার সামগ্রী। উপহারের তালিকায় ছিলো ব্যাগ, ক্যালেন্ডার, পত্রিকা, চাবির রিং ইত্যাদি। এছাড়া সম্মেলন উপলক্ষে সংবাদকর্মীদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে রয়েল সিটি হাসপাতাল ও আল শিফা মেডিকেল সার্ভিসেস কর্তৃপক্ষ।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান রফিকুজ্জামান রুমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও যমুনা টেলিভিশনের সহকারী সম্পাদক মীর মুশফিক আহসান, দৈনিক বরিশাল বার্তার সম্পাদক আলহাজ নুরুল আমিন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা। দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অধিবেশনে সভাপতিত্ব করেন প্রকাশক মু. শাহে আলম।
প্রধান অতিথি এম আবদুল্লাহ তার বক্তৃতায় বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সাংবাদিকতার জন্য নতুন ও উন্মুক্ত ক্ষেত্র তৈরি হয়েছে। এখন নিজ নিজ মেধাকে কাজে লাগিয়ে দেশ ও গণমানুষের কল্যাণে সাংবাদিকতা করতে হবে। তাহলে দেশ যেমন উপকৃত হবে তেমনি বাংলাদেশ বাণী এই অঞ্চলের সেরা গণমাধ্যম হিসেবে জায়গা করে নিতে পারবে।
তিনি তৃণমূল সাংবাদিকদের পরিশ্রমী ও দায়িত্বশীল হয়ে ওঠার আহ্বান জানান। বিশেষ অতিথি রফিকুজ্জামান রুমান বলেন, তৃণমূল সাংবাদিকতাই আসল সাংবাদিকতা। এই সাংবাদিকরা গণমানুষের সত্যিকারের মুখপাত্র হয়ে ওঠেন। সেটি হতে পারলে বরিশাল বাণী অচিরেই এই অঞ্চলের মানুষের মুখপাত্র হয়ে উঠবে।
এসএম জাকির হোসেন বলেন, বাংলাদেশী বাণী একটি সাহসী পদক্ষেপ নিয়ে দুর্দান্ত কাজ করে যাচ্ছে। এই পত্রিকাটি দ্রুতই বরিশালের মানুষের সত্যিকারের কণ্ঠস্বর হয়ে উঠবে বলে আশা করি।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বাণীর প্রকাশক মু. শাহে আলম বলেন, আমরা বরিশালের গণমাধ্যম জগতে নতুন কিছু দিতে বাংলাদেশ বাণীকে নিয়ে এসেছি। আমরা প্রথাগত ও লেজুড়বৃত্তিক সাংবাদিকতার বাইরে মানুষের পক্ষে, দেশের পক্ষে আর সত্যের পক্ষে কথা বলতে চাই। আমাদের তৃণমূল প্রতিনিধিরাই এই উদ্যোগের প্রাণ, তারা দায়িত্বশীল সাংবাদিকতা করলে বাংলাদেশ বাণী তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌছতে পারবে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ছিলো প্রতিনিধিদের জন্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। এই পর্বে আলোচনা করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান রফিকুজ্জামান রুমান, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক আযাদ আলাউদ্দীন, বার্তা প্রধান পথিক মোস্তফা, বিশেষ প্রতিনিধি জহুরুল ইসলাম জহির ও আহমেদ বায়েজীদ, অনলাইন এডিটর মোশাররফ মুন্না ও সার্কুলেশন ম্যানেজার আহমেদ রিপন।
এই পর্বে সাংবাদিকতার বিভিন্ন ব্যবহারিক বিষয়ে উপজেলা প্রতিনিধিদের দিক নিদের্শনা ও প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া প্রতিনিধিরাও মাঠ পর্যায়ে সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বরিশাল সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলতাফ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ বাণীর উপদেষ্টামন্ডলীর সভাপতি ডা. কে এম জাহিদুল ইসলাম, সহযোগী সম্পাদক নিয়াজ মাহমুদ বেগ, নিজস্ব প্রতিবেদক বায়েজীদ বোস্তামী, ভোলা জেলা প্রতিনিধি এম এম রহমান, ঝালকাঠি জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ।
এছাড়াও উপজেলা প্রতিনিধিগণ দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকা ঘিরে তাদের স্বপ্ন ও উচ্ছাসের কথা তুলে ধরেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাকিয়া সুলতানা শিমু সম্মেলনে উপস্থিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন, সম্মেলনটি ছিলো আমাদের প্রতিনিধিদের দারুণ একটি মিলনমেলা। এখানে একদিকে যেমন অনেকের সাথে পরিচয় হয়েছে তেমনি অনেক কিছু শিক্ষণীয় বিষয় ছিলো। গুরুত্বপূর্ণ আলোচকদের কথা থেকে সাংবাদিকতার জন্য এমন কিছু শিখেছি যেগুলো অ্যাকাডেমিক শিক্ষায় অর্জন করা সম্ভব নয়। এখানে এসে সেরকম কিছু শিখতে পেরেছি।
মনপুরা প্রতিনিধি মহিব্বুল্লাহ ইলিয়াস বলেন, যথেষ্ট প্রাণবন্ত ছিলো সম্মেলনের আয়োজন। এখানে নতুন কিছু শিখতে ও জানতে পেরেছি। এখান থেকে সঞ্চিত অভিজ্ঞতা আগামী দিনে কাজে লাগবে বলে আশা করছি।