সম্পর্কিত খবর
নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রতিটি গণমাধ্যমের প্রকৃত সাংবাদিকরা কল্যাণ ট্রাস্টের আওতাভুক্ত হবেন। এক্ষেত্রে শুধু ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে; তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।
শনিবার বেলা ১২ টায় বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজন এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করনীয়” শিরোনামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
এম আবদুল্লাহ বলেন, বিগত সরকার প্রধানসহ অন্যান্য মন্ত্রী-এমপি ও তাদের সহযোগীরা দেশের অর্থ লুটপাট করেছে, তেমনি সাংবাদিক কল্যান ট্রাস্টের অর্থও একইভাবে দায়িত্বপ্রাপ্তরা লুটে নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর শুধু সাংবাদিক নয়; তাদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রস্তুতি চলছে। অচিরেই সাংবাদিকদের সন্তনরা শিক্ষাবৃত্তির আওতায় আসবেন। এছাড়াও সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার সুবিধার্থে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথ
র বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মীর মুশফিক আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়েদুল্লাহ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন।
জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাংবাদিক ফেরদৌস সোহাগ, নিকুঞ্জবালা পলাশ, মামুন অর রশীদ প্রমুখ।
পরে বরিশাল ও পিরোজপুরের ১৪ অসচ্ছল সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।