বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে গ্যাস সংকট, বাড়তি দামে সিলিন্ডার বিক্রি

নিজস্ব প্রতিবেদক //
সারা দেশের মতো বরিশালেও গ্যাসের তীব্র সংকটে তৈরি হয়েছে। ভোক্তা পর্যায়ে সরকারি রেটের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন বরিশালের গ্রাহকরা। এছাড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে গ্যাসের সরবরাহও কম রয়েছে।

বরিশালে সান ওমেরা ও ফ্রেস এ তিন কোম্পানির গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকলেও বাকি কোম্পানিগুলোর সরবরাহ স্বাভাবিক নেই। বরিশাল নগরীতে প্রতি মাসে ১২ কেজি সিলিন্ডারের চাহিদা প্রায় ৭০ থেকে ৮০ হাজার। সেখানে এখন খুচরা বাজারে সরবরাহ হয় অর্ধেকের ও কম সিলিন্ডার।

এদিকে ভোক্তা বা ক্রেতারা জানান, সিলিন্ডার গ্যাস বরিশালে বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ শ টাকায় । যার ফলে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়েছে।

গ্যাসের পরিবেশকরা জানিয়েছে, গ্যাসের সরবরাহ কমে যাবার পাশাপাশি এখন তাদের লাভের পরিমাণও কমেছে। এ কারণে গ্রাহকে বাড়তি দাম গুনতে হচ্ছে। বরিশালে মোট ২০ জন গ্যাসের ডিলার আছে। আর মহানগরীতে প্রতি মাসে চাহিদা ৮০ হাজার।তবে হোটেলে ব্যবহৃত গ্যাসসহ মাসে মোট চাহিদা ১ লাখ গ্যাসের কাছাকাছি।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *