শনিবার (৩১ মে) রাজধানীর গুলশানের সেলিব্রেটি কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন বলেন, সংবিধান পরিবর্তন না করতে পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হবে না। ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন মানে ক্ষমতার পরিবর্তন নয়। একই ব্যক্তি দলের প্রধান, রাষ্ট্রের প্রধান, সংসদপ্রধান হওয়ায় ফলে দেশ একটি পরিবার নির্ভর হয়ে যায়। দেশের এই ধারা অব্যাহত রাখার জন্য গণ-অভ্যুত্থান হয়নি। গণ-অভ্যুত্থান হয়েছে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য।
এনসিপি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তন চলছে। বাংলাদেশে আর কোনো ব্যক্তিতান্ত্রিক রাজনীতি চলতে দেয়া যাবে না। স্থায়ী সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রত্যাশা করে এনসিপি। কিন্তু তা না করে নামমাত্র নির্বাচন করলে সেটি আগামী প্রজন্মের সঙ্গে গাদ্দারি করা হবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, একটি টেকসই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রজন্ম এগিয়ে যেতে চায়, কিন্তু সেটা করতে বাধা হয়ে দাঁড়ালে পরিণতি হাসিনার মতো হবে।
ইশরাক হোসেন ইস্যুতে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে ফেল করেছে। তাই এদের দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। দুয়েকজন নয়, পুরো কমিশন পরিবর্তন করতে হবে। সংস্কার না করে নির্বাচন করতে গেলে দেশ গভীর সংকটে পড়বে। কিন্তু তরুণ প্রজন্ম সেটা হতে দেবে না।
তিনি আরও বলেন, ‘ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছেন, তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছেন। এ ধরণের হুমকি তরুণরা মেনে নেবে না। ক্ষমতায় যেতে যারা বেহুশ হয়ে গেছেন, তাদের হুশে ফেরার আহ্বান জানাই।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।