শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
sontan
sontan

বরিশালে সন্তান খুঁজে পেল মাকে, সাথে লেখাপড়ার যাবতীয় খরচ

বাংলাদেশ বাণী ডেস্ক॥

নিরুদ্দেশ বাবার সন্তান ইব্রাহিমের (০৪) একমাত্র অবলম্বন মাকেও হারিয়ে শীতের গভীর রাতে বরিশাল নগরীর বেলসপার্কের ফুটপাতে পাতলা পোশাকে শুয়ে কাঁপছিল। এমন দৃশ্য শুক্রবার (২৭ ডিসেম্বর) দেখতে পান বায়েজিদ নামে এক ব্যক্তি।

বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়ে জানালে সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ তাকে উদ্ধার করে। এরপর সমাজসেবা কার্যালয়ের সমন্বিত পুনর্বাসন কেন্দ্রে শিশু ইব্রাহিমকে ভর্তি করা হয়। এছাড়া ইব্রাহিমের হারিয়ে যাওয়া মা ময়নাকে খুঁজে বের করা হয় সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে। বাবা জীবন ৪-৫ বছর ধরে নিরুদ্দেশ রয়েছেন।

প্রত্যক্ষদর্শী বায়েজিদ বলেন, গভীর রাতে শীতে থরথর করে কাঁপছিল ইব্রাহিম। তাকে দেখে সমাজসেবা কার্যালয়কে বিষয়টি জানাই। এরপর তাকে উদ্ধার শেষে হারিয়ে যাওয়া মাকে খুঁজে বের করা হয়।

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, ইব্রাহিমের লেখাপড়াসহ সব খরচ বহন করবে সরকার। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এসব শিশুদের মূলধারায় নিয়ে আসতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সাজ্জাদ পারভেজ আরও বলেন, ইব্রাহিমের মা লঞ্চঘাটে ভাসমান জীবনযাপন করেন। মানুষের সহযোগিতায় তিনি ব্যয় মিটিয়ে থাকেন। এরই মধ্যে সন্তান হারিয়ে যাওয়ায় মা ময়নাও পাগলপ্রায় হয়ে পড়েছিলেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *