যুবায়ের হোসাইন, বন্দর প্রতিনিধি ॥
বরিশাল এর বন্দর থানার একটি রাস্তায় ইট উঠে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
জানা গেছে, বন্দর থানা, চাদপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাপতলা থেকে মুন্সি বাড়ি পর্যন্ত সড়কটি। সাহেবের হাট বাজারের ব্যবসায়ী সহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয়জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।