বুধবার, জানুয়ারি ১, ২০২৫

নলছিটিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

কাজী সোহাগ, নলছিটি ‍॥
ঝালকাঠির নলছিটিতে স্কুলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রোববার  (২৯ ডিসেম্বর ) দুপুরে উপজেলা কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে মেসার্স রিয়াজ ব্রিকস  ইট ভাটায় অভিযানে নেতৃত্ব দেন  পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া সরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে  ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযোগ দেন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। পরে  অবৈধ ইট ভাটাটি এস্কভেটার মেশিন দিয়ে ভেঙে ফায়ার সার্ভিসের দমকলের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়।
ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি।এই ভাটাটি বন্ধ ছিলো পুনরায় আবার চালু করা হয়েছে এছাড়া কোন ছাড়পত্র ছিলো না।  মালিককে যেহেতু পাওয়া যায়নি  তাই বন্ধের জন্য নোটিশ পাঠানো হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আরো জানান। কাজী সোহাগ নলছিটি

আরো পড়ুন

Dr. Younus

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বাণী ডেস্ক॥ মাসব্যাপী অনুষ্ঠিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *