নিজস্ব প্রতিবেদক।।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে। যা সব দলের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জামায়াত আমিরকে নিয়ে এক পোস্টে তিনি এ কথা বলেন। এসময় জামায়াত আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন প্রেস সচিব।
তিনি বলেন, এই গভীর অনিশ্চয়তার সময়ে তার শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে যুক্ত হওয়ার সদিচ্ছা বিশেষভাবে লক্ষণীয়। তার নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সততার জন্য সুনাম বজায় রেখেছে। যা সব দলেরই অনুসরণ করা উচিত।
‘তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন— এই প্রার্থনাই করছি। তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ’ পোস্টে উল্লেখ করেন প্রেস সচিব।
এদিকে শনিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে এই অপারেশন হয়।
অপারেশন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহাঙ্গীর কবির জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অপারেশনটা খুব ভাল হয়েছে। তাকে অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশন করা হয়েছে। তার হার্টে তিনটা ব্লকের বাইপাস করার কথা থাকলেও করা হয়েছে চারটিতে।
জাহাঙ্গাঙ্গীর কবির আরো জানান, অপারেশন পরবর্তী দুই/তিনদিন তিনি আইসিইউতে থাকবেন। তার সবকিছু স্বাভাবিক আছে। সময়মতই তাকে অপারেশন করা হয়েছে। সপ্তাহ খানেক পরই তিনি স্বাভাবিক হয়ে হাসপাতাল ছাড়তে পারবেন বলে চিকিৎসকরা আশা করছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।