শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় জেলে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও অফিস উদ্বোধন

মোহাম্মদ ইউসুফ, নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় শ্রম অধিদপ্তরের রেজিস্টার্ডভুক্ত জেলে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের সাধারণ সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) বিকাল ৪টায় পুরাতন হিজলা বন্দরে হিজলা উপজেলা জেলে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হিজলা উপজেলা জেলে শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।
বিশেষ অতিথি ছিলেন, হিজলা উপজেলার সিনিয়র মৎস অফিসার মোহাম্মদ আলম ও বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহে আলম চৌধুরী সামু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলে শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলে শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও আফসার উদ্দিন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা শিক্ষক মাওলানা রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলার অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের ও জেলে শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ ইউনুছ রাড়ী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে হিজলা উপজেলার বিভিন্ন এলাকার জেলে শ্রমিকগণ, সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলেরা দেশের মৎস্য সম্পদ আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক সময় তারা অবহেলিত থাকে। এই ধরনের সংগঠন জেলে শ্রমিকদের অধিকার আদায়, সচেতনতা বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে অতিথিবৃন্দ ইউনিয়নের নতুন অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ভবিষ্যতে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *