বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

বরিশালের ডায়মন্ড ওয়ার্ল্ড এর নতুন শোরুম উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক॥
বরিশালে এখন থেকে পাওয়া যাবে জুয়েলারি ব্রাঞ্চ ডায়মন্ড ওয়ার্ল্ড এর পণ্য। আন্তর্জাতিক মানসম্মত অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারি পণ্য নিয়ে বরিশালে ৩৩ তম শোরুমটি উদ্বোধন হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বরিশাল সদরের রশিদ প্লাজার দ্বিতীয় তলায় নতুন এ আউটলেটটির উদ্বোধন করা হলো।
ফলে বরিশালবাসীরা নিজ শহরে থেকেই জনপ্রিয় ব্রান্ড ডায়মন্ড পণ্য কিনতে পারবেন অতি সহজে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক আযাদ আলাউদ্দীনসহ
বরিশালের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। উদ্বোধন পরবর্তী সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ড এর শোরুম ঘুরে দেখেন অতিথিরা এ সময় শোরুমে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা।
ডায়মন্ড ওয়ার্ল্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডায়মন্ড ওয়ার্ল্ড এর লক্ষ্য শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবসা নয় আমাদের রয়েছে সামাজিক দায়বদ্ধতা। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ডায়মন্ড ওয়ার্ল্ড এর স্থায়ী শোরুমের আমরা তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরে আনন্দিত। তাই বরিশালে নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ অফার ও আকর্ষণীয় উপহার।
ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তা রাকেশ জানান, আমরা অল্প সময়ের মধ্যে ৩৩টা আউটলেট করতে পেরেছি। গ্রাহকদের ব্যাপক সাড়া আস্থা ও বিশ্বাস আমাদের এতদূর নিয়ে এসেছে। বরিশালবাসীর কাছে বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইন অলংকার ক্রেতাদের দোরগোঁড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, স্থানীয় জুয়েলারি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীসহ ডায়মন্ড ওয়ার্ল্ড এর কর্মকর্তারা।

আরো পড়ুন

vola

ভোলায় অসহায় শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন ইউএনও

এম এম রহমান, ভোলা‍॥ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার (৬ জানুয়ারি) রাত ৯ টা থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *