নিজস্ব প্রতিবেদক॥
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মুক্ত আড্ডা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) বরিশাল জেলা সমাজসেবা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন ।
প্রধান অতিথি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য সমাজসেবা অধিদপ্তর গঠন করা হয়। সমাজসেবা অধিদপ্তরের চলমান ৫৪টি কার্যক্রমের অধিকাংশের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হয়। তিনি বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদের অভাব নেই। শুধু এসবের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই আমরা একটি কল্যাণ
রাষ্ট্র গঠন করতে পারব৷
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলন হয়েছিল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি দূর করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে জুলাই-আগস্ট আন্দোলনের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণ করা
সম্ভব হবে।
এসময় অন্যান্যের মধ্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহবায়ক শহিদুল ইসলাম শাহেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য ওয়াকাথনের আয়োজন করা হয়। ওয়াকাথনটি বেলস পার্ক থেকে শুরু করে রূপাতলীর জেলা সমাজসেবা কমপ্লেক্স প্রাঙ্গণে শেষ হয়।