কাজল দে,হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদারের সভাপতিত্বে মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুনদের ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটির আয়োজনে ২২ আগষ্ট, শুক্রবার, বিকাল ৪ টায় উপজেলা হলরুমে তরুনদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মোঃ হলিয়াস সিকদার বলেন মৎস্য সম্পদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন প্রথমত আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে যুবসমাজকে মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে হবে। পুকুর ও জলাশয়ে মৎস্য চাষের আমাদের গ্রামীণ জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে হবে। মৎস্য চাষ সম্পর্কে জানতে আপনারা উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করতে পারেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শামীম আফ্রিদি, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, উপজেলা জাতীয় মৎসজীবী সমিতির আহবায়ক মোঃ শাহজাহান রেজা, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।