মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুজ জব্বার বলেছেন, এক শ্রেণির আত্মকেন্দ্রীক ও মূল্যবোধহীন রাজনীতিকের কারণে আমাদের রাজনীতি গণমুখী চরিত্র হারিয়েছে। তারা জনগণের কাছে ভোট নিয়ে নিজেরাই দেশের মালিক-মোক্তার হয়ে যান। তাই রাজনীতির এই অশুভ বৃত্ত থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তিনি নেতিবাচক রাজনীতির পরিবর্তে দেশে ইতিবাচক রাজনীতি সূচনা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
শনিবার (৪ জানুয়ারী) পাতারহাট বন্দরের দলিয় প্রাঙ্গনে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন ও কাটা কাপুর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক কামরুল হাসান বলেন, আমাদের দেশের রাজনীতিতে অবক্ষয় এখন প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ফলে প্রচলিত রাজনীতি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই রাজনীতি থেকে এদেরকে প্রতিহত করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, জামায়াত একটি গণমুখী রাজনৈতিক দল হিসাবে গণমানুষের কল্যাণে নিরলসভভাবে কাজ করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে কোন চুরি বা অনিয়মের অভিযোগ নেই বরং আমরা নিজেদের অর্জিত পকেটের টাকা খরচ করেই আর্ত- মানবতার সেবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের দলে দলীয় পদ নিয়ে কোন মারামারি বা হট্টগোল হয় না বরং আমাদের সকল কর্মতৎপরতা দেশ ও জাতির জন্য নিবেদিত।
মেহেন্দিগঞ্জ থানা আমীর মাওলানা শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা শিবিরের সাবেক সভাপতি আক্তার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান, জেলা জামায়াতের শুরা সদস্য নুরুল হক সোহরাব, থানা সেক্রেটারী অধ্যাপক সাইফুল্লাহ, সহ-সেক্রেটারী মাওলানা ইব্রাহিম খালিল, পৌর জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ।